Advertisement

আল্লাহর গজবেই হাসিনার পতন হয়েছে: কাদের সিদ্দিকী

                                      আল্লাহর গজবেই হাসিনার পতন হয়েছে: কাদের সিদ্দিকী

আল্লাহর গজবেই হাসিনার পতন হয়েছে: কাদের সিদ্দিকী

কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন বিএনপি, জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক শক্তির কারণে নয়; বরং তা আল্লাহর গজব হিসেবে দেখা দিয়েছে—তার অসন্তুষ্টির ফলেই এমনটি হয়েছে।


রোববার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপকালে তিনি এ বক্তব্য দেন।


নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের চলমান এই সংলাপের অংশ হিসেবে কাদের সিদ্দিকী ইসিকে স্মরণ করিয়ে দেন যে, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনই রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানে পরিণত হয়, যা সরকারেরও ঊর্ধ্বে। তিনি বলেন, ইসির ওপরই জনগণের ভোটাধিকার সুরক্ষিত করার গুরুদায়িত্ব বর্তায়।


কাদের সিদ্দিকী জানান, গত ১৫ মাস ধরে সরকারের ডাকে আলোচনায় না যাওয়ার সিদ্ধান্তে রয়েছেন তিনি। তার মতে, নির্বাচন পর্যন্ত সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসার প্রশ্নই ওঠে না।


তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর সরকারের দায়িত্ব কেবল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা। এ প্রসঙ্গে তিনি গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে আয়োজনের সিদ্ধান্তকে একটি বড় অসঙ্গতি আখ্যা দেন। তার ভাষ্য, ৭০ থেকে ৮০ শতাংশ ভোটার যদি গণভোটে অংশ না নেন, তবে পুরো নির্বাচন প্রক্রিয়াই হুমকির মুখে পড়বে।


কাদের সিদ্দিকী অভিযোগ করেন, অতীতে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছানুযায়ী কাজ করেছে, যা মোটেও কাম্য নয়। তবে বর্তমান ইসির কাছে সেটির সুযোগ রয়েছে।


ইসলামপন্থী দলগুলোর প্রতি সম্মান প্রকাশের পাশাপাশি জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, "খেলাফত আন্দোলনসহ সব ইসলামী দলকে আমি সম্মান করি। কিন্তু জামায়াতে ইসলামীকে সম্মান দেওয়ার বিষয়টি শর্তযুক্ত—তাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।"


#কাদের_সিদ্দিকী #শেখ_হাসিনা #নির্বাচন_কমিশন #আল্লাহর_গজব #বাংলাদেশ_রাজনীতি #গণভোট #জাতীয়_নির্বাচন #Bangladesh #EC #Politics #SheikhHasina #KaderSiddiqui



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ