১৭ বছর পর মুক্ত লুৎফুজ্জামান বাবর: তিনটি মৃত্যুদণ্ড, আবারও নির্বাচনে ফিরলেন
এতগুলো মৃত্যুদণ্ড আর কারও হয়নি: বাবর — ১৭ বছর পর মুক্তি, আবারও নির্বাচনে ফিরলেন
দীর্ঘ ১৭ বছরের কারাবাস শেষে আবারও জনতার মাঝে ফিরেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর। দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ আসন নেত্রকোনা-৪ এলাকায় নির্বাচনি গণসংযোগে অংশ নিয়ে তিনি আবেগভরা কণ্ঠে বলেন,
“আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এতগুলো মৃত্যুদণ্ড বাংলাদেশে আর কাউকে দেওয়া হয়নি। আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমি আপনাদের মাঝে ফিরে এসেছি।”
১৭ বছর পর ফিরে আসার অনুভূতি
বাবর বলেন,
“দীর্ঘ কারাবাসে আমার নির্বাচনি এলাকার মানুষের ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে। আমার জন্য দোয়া হয়েছে, রোজা রাখা হয়েছে, নামাজে দোয়া করা হয়েছে—এ ঋণ আমি কখনোই ভুলব না।”
এসময় তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মদনে ব্যাপক গণসংযোগ
মনোনয়ন পাওয়ার পর প্রথম সফরে বাবর বিভিন্ন স্থানে বিপুল উৎসাহে সমর্থকদের দ্বারা বরণ হন। শনিবার দিনব্যাপী তিনি নিচের স্থানগুলোতে গণসংযোগ ও পথসভায় অংশ নেন—
দিনব্যাপী সফরের প্রধান স্থানগুলো
-
নায়েকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
-
বাশরী ঈদগাহ মাঠ
-
মাখনা গোয়াইলবাড়ী মোড়
-
রাজতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
-
নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়
-
পাছ আলমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়
-
আলমশ্রী মোড়
-
বরাটি বাজার
-
ফতেপুর ধানকুনিয়া ব্রিজ
-
ফতেপুর দেওয়ানবাড়ী মোড়
-
হাটশিরা বাজার
-
দক্ষিণকান্দা বাজার
-
হাসনপুর বাজার
গণসংযোগে উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
লোকজনের ভালোবাসাই শক্তি
বাবর বলেন,
“মদনবাসীর দোয়া না থাকলে আজ আমি আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না। এই ভালোবাসা আমাকে আরও শক্তি দিচ্ছে।”


.jpg)
0 মন্তব্যসমূহ