Advertisement

ভোটের প্রচারে কোনো পোস্টার থাকবে না, বিলবোর্ড সীমিত

 

জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না। রেক্সিন, পলিথিন বা পরিবেশের জন্য ক্ষতিকর লিফলেট, ব্যানার ব্যবহার করা যাবে না। বিলবোর্ডের ব্যবহারও সীমিত করা হয়েছে। একজন প্রার্থী ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশন এই আচরণ বিধিমালা চূড়ান্ত করেছে।

আইন মন্ত্রণালয় আচরণ বিধিমালা-২০২৫ এর খসড়া পাঠিয়েছে। এটি গেজেট আকারে জারি করতে পারবে ইসি। খসড়ায় পোস্টার নিষিদ্ধের বিষয়ে দলগুলোর মতামত চাওয়া হয়েছিল। সাদাকালো পোস্টারের সুপারিশ আমলে নেয়নি ইসি। পরিবেশবান্ধব প্রচারণায় ক্ষতিকর উপাদানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার বলেছেন, পোস্টার বন্ধের প্রস্তাব ইসি গ্রহণ করেছে। অতীতে বিলবোর্ডের ব্যবহার ছিল না। এবার সীমিত করা হয়েছে। ব্যানার ও ফেস্টুনের ব্যবহার নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী বিলবোর্ডের আয়তন হবে ১৬/৯ ফুটের বেশি নয়। বিলবোর্ড স্থাপনে জন চলাচল বিঘ্নিত করা যাবে না। পরিবেশ বা নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না।

বিলবোর্ডে বেশি খরচ হয়। এটি নির্বাচনী ব্যয়সীমা অতিক্রম করতে পারে। বিলবোর্ডের কারণে বিশৃঙ্খলা ও পরিবেশ নষ্ট হতে পারে।

আচরণ বিধিমালায় একজন প্রার্থী ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। ইসি’র জ্যেষ্ঠ সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী প্রস্তাবে ডিজিটাল বিলবোর্ডে আলোর ব্যবহার ও বিদ্যুৎ ব্যবহারের কথা বলা হয়েছে। আলোকসজ্জার ওপর নিষেধাজ্ঞা আছে। খসড়া প্রণয়নের পর নাগরিক মতামত চাওয়া হয়। কয়েকটি দল ও ব্যক্তি মতামত দেয়। খসড়া চূড়ান্ত অনুমোদন পায়। এতে বিভিন্ন কমিশনের সুপারিশ আমলে নেওয়া হয়েছে।

আগে প্রার্থীদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হতো। এবার দলের কাছ থেকেও অঙ্গীকার নেবে ইসি। আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলের বিধান আছে। এটি আরপিওতে যুক্ত করা হয়েছে।

প্রচারণার সময় তিন সপ্তাহ। সব প্রার্থীর একমঞ্চে প্রচারণার বিধান আছে। রিটার্নিং কর্মকর্তারা এক দিনে ইশতেহার পাঠের ব্যবস্থা করবেন।

প্রার্থীরা গণমাধ্যমে সংলাপে অংশ নিতে পারবেন। তবে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না।

সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় উপদেষ্টাদেরও যোগ করা হয়েছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্যসহ অনেকেই এই তালিকায় আছেন। তারা প্রার্থীর হয়ে প্রচারে নামতে পারবেন না।


Bangladesh Election Commission bans posters in election campaigns and restricts billboards. Learn how this new rule will impact political campaigns and voters.

#BangladeshElection #ElectionCampaign #Politics #VotingRights #ElectionCommission #CampaignRules #NoPosters #BillboardBan

#ভোট #নির্বাচন #বাংলাদেশ #ভোটপ্রচার #নির্বাচনকমিশন #রাজনীতি #পোস্টারনিষিদ্ধ #বিলবোর্ডভোটের প্রচারে কোনো পোস্টার থাকবে না, বিলবোর্ড সীমিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ