Advertisement

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী


 কপি শর্মা ওলি, নেপালের প্রধানমন্ত্রী, গণআন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। রয়টার্স জানায়, তার সহকারী প্রকাশ সিলওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক দুর্নীতিবিরোধী বিক্ষোভের দুই দিন পর মঙ্গলবার তিনি সরে দাঁড়ান। এই বিক্ষোভে ১৯ জন নিহত হয়েছেন।

‘জেন জেড প্রোটেস্ট’ নামে পরিচিত এই আন্দোলন ওলির পদত্যাগের দাবি করেছিল। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার কয়েক ঘণ্টা পরেই ওলি পদত্যাগের ঘোষণা দেন। মঙ্গলবার সকাল থেকেই রাজধানী কাঠমান্ডুসহ দেশজুড়ে বিক্ষোভ চলছিল। উত্তেজিত জনতা নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। ওলি এবং সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও আক্রান্ত হয়। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও হামলার শিকার হয়।

সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক বিবিসিকে জানান, মঙ্গলবারের বিক্ষোভে দুজন মারা গেছেন। ৯০ জন হাসপাতালে ভর্তি আছেন। নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের পর দেশজুড়ে উত্তেজনা বাড়লে ওলি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন।

পদত্যাগের আগে এক বিবৃতিতে ওলি জানান, বৈঠকটি সন্ধ্যা ৬টায় হবে। তবে স্থান উল্লেখ করা হয়নি। তিনি বলেছিলেন, আলোচনাতেই কেবল সংকটের সমাধান সম্ভব। তিনি আরও বলেন, সোমবারের বিক্ষোভ ও পরবর্তী ঘটনাগুলো তাকে দুঃখিত করেছে। কোনো সহিংসতা দেশের জন্য ভালো নয়। শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক সমাধান এখন প্রয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ