Advertisement

নির্বাচনের আগে নিশ্চিত করুন আম্পায়ার কোনো দলের পক্ষে না: হাসনাত আবদুল্লাহ

 


নির্বাচনের আগে নিশ্চিত করুন আম্পায়ার কোনো দলের পক্ষে না: হাসনাত আবদুল্লাহনির্বাচনের আগে নিশ্চিত হতে হবে, রেফারিরা নিরপেক্ষ থাকবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক হাসনাত আবদুল্লাহ একথা বলেছেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারকে এটি নিশ্চিত করতে হবে। লিখিত নিশ্চয়তা প্রয়োজন। মৌখিক আশ্বাস আমরা বিশ্বাস করি না।

কুমিল্লার দেবিদ্বারের মোহাম্মদপুর গ্রামে এনসিপির একটি সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের কিছু শর্ত আছে। গত ১৬ বছরে রাতের ভোট, দিনের ভোট এমনকি কবর থেকেও ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি রেফারিরাও আওয়ামী লীগের পক্ষে গোল দিয়েছে। নির্বাচনের আগে নিয়ম বদলানো জরুরি। তাই নিশ্চিত করতে হবে, রেফারিরা কোনো দলের পক্ষ নেবে না।

হাসনাত আবদুল্লাহ বলেন, রাষ্ট্র এমন বড় কাজ কীভাবে লিখিত ছাড়া বিশ্বাস করব? আলোচনা চলছে। লিখিত নিয়ম প্রয়োজন। এই নিয়ম বিএনপি-জামায়াত বা এনসিপির জন্য নয়। এটি বাংলাদেশের জন্য হওয়া উচিত। এই নতুন বাংলাদেশে নতুন প্রজন্মের সাথে যারা প্রতারণা করবে, তারা টিকতে পারবে না। আমরা প্রতারণা করলে আমরাও টিকব না।

এনসিপি নেতা আরও বলেন, ভবিষ্যতে কোনো প্রার্থী টাকা দিয়ে ভোট কিনতে চাইলে বুঝবেন তিনি দুর্নীতির টাকা খরচ করছেন। জনগণ এক হাজার টাকা নিলে কোটি টাকার উন্নয়ন নষ্ট হয়। টাকার বিনিময়ে ভোট কিনে এমপি হয়ে তারা পরে ঘুষ, টেন্ডার ও চাঁদাবাজির মাধ্যমে অনেক টাকা তুলে নেয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণ সৎ হলে নেতাও সৎ হবে। জনগণ দুর্নীতিগ্রস্ত হলে নেতাও দুর্নীতিগ্রস্ত হবে। নেতা সব সময় জনগণের প্রতিফলন। একজন সচেতন মানুষ পুরো সমাজ বদলাতে পারে। এই প্রজন্মের কেউ দুর্নীতি বা ঘুষ খায় না। তারা অন্যায়কে অন্যায় বলে। ভবিষ্যতে কেউ দুর্নীতি করে পার পাবে না।

উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এনসিপির যুগ্ম সদস্যসচিব এসএম সাইফ মোস্তাফিজ ও দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু বক্তব্য রাখেন।

#হাসনাতআবদুল্লাহ #নির্বাচন২০২৫ #বাংলাদেশনির্বাচন 

#নিরপেক্ষনির্বাচন #রাজনীতি 

#বাংলাদেশরাজনীতি #নির্বাচনসংস্কার #গণতন্ত্র 

#আম্পায়ারনিরপেক্ষতা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ