হঠাৎ দেশে চলছে গুঞ্জন ‘প্রধান উপদেষ্টা’ পদে আসিফ নজরুল নিয়ে
আইন উপদেষ্টা প্রফেসর ডা. আসিফ নজরুল চেয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর এই বিস্ফোরক কথা বলার পর খবরটা এখন সারা দেশ জুড়ে। রাজনৈতিক ঘরে তার কথা নিয়ে উঠেছে ব্যাপক কৌতূহল।
গত মঙ্গলেনলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিলে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘আসিফ নজরুল চেয়েছি প্রধান উপদেষ্টা হতে। এখন তার কোর্টে বল গেছে। দেখি, তিনি কীভাবে খেলেন।’ এই গোলটেবিল আয়োজন করেছিল এনসিপি।
তার কথার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল নিয়ে শুরু হয়েছে তুমুল হইচই। রাজনৈতিক মহলে চলছে তীব্র আলোচনা। সত্যিই কি তিনি চেয়েছিলেন সেই পদ? নাকি এটা শুধু পাটোয়ারীর নিজস্ব কথা? সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখছেন এ নিয়ে।
পরের দিন বুধবার আবার আসিফ নজরুলের কথা তুলে নাসিরুদ্দিন পাটোয়ারী। রাজধানীর বাংলামোটর রূপায়ণ সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি জুলাই সনদের স্বাক্ষর নিয়ে বলেন, আইন মন্ত্রণালয়ের ওপর ভরসা নেই। আসিফ স্যারের ওপরও নেই। কমিশন যখন খসড়া আকারে দেবে, তখন আমরা পড়ব। যদি দেখি জনগণের সব আশা আর গণঅভ্যুত্থানকে মূল ভিত্তি করা হয়েছে, তাহলে স্বাক্ষর করব।
এদিন বিকেলে ফেসবুকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পোস্ট দেন আসিফ নজরুল নিয়ে। তিনি প্রশ্ন করেন, আসিফ নজরুল কার কাছে প্রস্তাব করেছিলেন প্রধান উপদেষ্টা হওয়ার?
রাশেদ খান বলেন, কিন্তু ৫ আগস্ট হাসিনার পতনের পর বর্তমান রাষ্ট্রপতিকে রেখে ডা. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন নাহিদ ইসলাম। সেই ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় আছে। এছাড়া ১৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নাহিদ বলেন, ‘প্রস্তুতি হিসেবে তারা ইউনূসের সঙ্গে আলোচনা করেছিল। ৪ আগস্ট তাকে সরকার প্রধানের দায়িত্ব দিতে প্রস্তাব করেছিল।’
রাশেদ বলেন, মানে হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীনই নাহিদ ইসলামরা সরকারের ছক বানিয়ে ফেলেছিল। যদিও এসব নিয়ে কিছু অস্পষ্টতা আছে। তবু আমার প্রশ্ন, তখন কি আসিফ নজরুল জেনে নাহিদকে বলেছিলেন ইউনূসের বদলে তাকে প্রধান উপদেষ্টা করতে? নাহিদ কখনো এমন কথা বলেননি। আসিফ মাহমুদের গণঅভ্যুত্থানের বইতেও এমন কিছু নেই। তাহলে এনসিপির পাটোয়ারী এত দিন পর এমন অদ্ভুত দাবি তুললেন কেন? কোনো খারাপ উদ্দেশ্যে তার ওপর চাপ দিতে?
এ নিয়ে রাজনৈতিক দলের নেতারা বিতর্ক করছেন। কিন্তু আসিফ নজরুল এখনো কোনো কথা বলেননি। সরকারের পক্ষ থেকেও কিছু আসেনি।হঠাৎ টক অব দ্য কান্ট্রি ‘প্রধান উপদেষ্টা পদে’ আসিফ নজরুল
#আইন উপদেষ্টা #ডা. আসিফ নজরুল #এনসিপি


.jpg)
0 মন্তব্যসমূহ