Advertisement

‘ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠন করবে’

 ‘ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২৫ সেপ্টেম্বর, ২০২৫ সালে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দিচ্ছে‘ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠন করবে



প্যালেস্টাইনিরা ধ্বংসের ধ্বংসাবশেষ থেকে দেশ গড়ে তুলবে’

প্যালেস্টাইনি নেতা মাহমুদ আব্বাস জাতিসংঘের সাধারণ সভায় অনলাইন ভাষণে ঘোষণা করলেন, ইসরায়েলের সব প্রয়াস সত্ত্বেও প্যালেস্টাইনিরা তাদের জমিতে অটল থাকবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আল জাজিরার একটি প্রতিবেদনে এসব কথা বেরিয়েছে।

আব্বাস বললেন, ‘আমাদের লোকেরা জলপাই গাছের মতো মাটিতে শিকড় গেঁথে থাকবে। পাথরের মতো শক্ত হয়ে, আমরা ধ্বংসের নিচ থেকে উঠে নিজের দেশ নতুন করে তৈরি করব।’

তিনি আরও যোগ করলেন, ‘আমাদের ক্ষত যতই রক্তাক্ত হোক, যন্ত্রণা যতই লম্বা টানুক, তা আমাদের বেঁচে থাকার ইচ্ছাকে ভাঙতে পারবে না। আমরা স্বাধীন রাষ্ট্রে থাকতে চাই, ১৯৬৭-এর সীমায় পূর্ব জেরুসালেম রাজধানী করে, প্রতিবেশীদের সঙ্গে শান্তি নিরাপত্তায়।’

আব্বাস বললেন, ‘ন্যায় না এলে শান্তি আসবে না, প্যালেস্টাইন মুক্ত না হলে ন্যায়ও সম্ভব নয়। আন্তর্জাতিক সমাজের এখন সময় প্যালেস্টাইনিদের প্রতি সঠিক পদক্ষেপ নেওয়ার, যাতে তারা অবৈধ দখল থেকে মুক্ত হয় এবং ইসরায়েলি রাজনীতির শৃঙ্খলে না পড়ে।’

ইহুদি বসতি নিয়ে আব্বাস নতুন করে বললেন, “বসতির লোকেরা দিনের বেলায় ইসরায়েলি সেনাদের ছায়ায় প্যালেস্টাইনিদের মারছে। তারা ঘর-খেত-গাছ পোড়ায়, গ্রামে হামলা চালায়, নিরস্ত্র নাগরিকদের ওপর আক্রমণ করে।’

তিনি জেরুসালেম, হেবরন আর গাজার ধর্মীয় স্থানে হামলা নিয়ে কটাক্ষ করলেন, ‘মসজিদ, গির্জা, সমাধি—এসব ভেঙে ফেলা হয়েছে। এটা ঐতিহাসিক ভবনের স্পষ্ট লঙ্ঘন, আন্তর্জাতিক আইনেরও খোলা উপহাস।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ