Advertisement

জাতিসংঘে অসহায় গাজাবাসীর ছবি তুলে ধরে নির্মমতার বর্ণনা দিলেন এরদোগান


জাতিসংঘে অসহায় গাজাবাসীর ছবি তুলে ধরে নির্মমতার বর্ণনা দিলেন এরদোগানতুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম সভায় গাজার হৃদয়বিদারক দৃশ্য তুলে ধরে নির্মমতার কথা বললেন। সেখানে ক্ষুধিত মহিলারা বালতি-হাঁড়ি হাতে খাবারের লাইনে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, হাত অন্তরে রেখে বলুন—২০২৫ সালে এমন কঠোরতার কোনো যুক্তি মানায়?

এই লজ্জাকর দৃশ্য গাজায় ২৩ মাস ধরে চলছে। তিনি গাজা যুদ্ধকে মানুষের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় বলে অভিহিত করলেন। ক্ষুধায় কাতর এক শিশুর ছবি দেখিয়ে প্রশ্ন উঠলেন, কোন মানুষের বিবেক এসব সহ্য করবে? কে চুপ করে থাকবে? যখন বাচ্চারা খাবার-ওষুধের অভাবে প্রাণ হারাচ্ছে, তখন কি পৃথিবীতে শান্তি আসবে?

এরদোগান গাজার যুদ্ধ থামানোর আহ্বান জানালেন। সভায় ভাষণে তিনি বললেন, এই পাগলামি আর চলবে না। গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি দরকার। হামলা বন্ধ করো। মানবিক সাহায্য নিরবিঘ্নে ঢুকতে দাও। যারা গণহত্যা করছে, তাদের বিচারের আয়ত্তে আনো।

তিনি বললেন, যারা নীরবে বসে আছে, তারা এই নৃশংসতার সঙ্গী। বিশ্বনেতাদের বললেন, পীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াও। মানবতার পক্ষ নাও। গাজার এই বর্বরতায় তোমাদের লোকেরা বাড়িতে কেন উত্তেজিত? সাহস দেখাও। এখানে পদক্ষেপ নাও। যেখানে শিশুরা অন্য শিশুদের বড় করছে, সেখানে মানুষের দায়িত্ব পালন করো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ