Breaking News
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত দুই শুটার ময়মনসিংহ সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। বিস্তারিত জানতে নিচের লিংকটি পড়ুন।
Featured Image ALT Text
“শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা ও সীমান্ত দিয়ে পালানো শুটারদের চিত্র”
হাদিকে হত্যাচেষ্টা: ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালাল দুই শুটার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত দুই শুটার দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহিদের বরাতে রোববার এ তথ্য প্রকাশিত হয়।
বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী, অভিযুক্ত দুই শুটার ফয়সাল ও আলমগীর শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলে করে ভারতে পালিয়ে যায়। ঘটনার পরপরই তারা কৌশলে এলাকা পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যায়।
যেভাবে পালায় শুটাররা
হোসাইন শাহিদ জানান, গুলির ঘটনার পর প্রথমে একটি প্রাইভেট কারে করে তারা ঢাকার মিরপুর এলাকা থেকে আশুলিয়া হয়ে গাজীপুর অতিক্রম করে ময়মনসিংহে প্রবেশ করে। সেখানে এসে তারা ব্যবহৃত গাড়িটি পরিবর্তন করে অন্য একটি প্রাইভেট কারে ওঠে।
পরবর্তীতে ওই গাড়িতে করে তারা হালুয়াঘাট উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্প এলাকায় পৌঁছায়। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় মোটরসাইকেলে করে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যাওয়া হয়।
সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ
সূত্র জানায়, সীমান্ত এলাকায় পৌঁছানোর পর শুটারদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে পাঠানো হয়। ওপারে আগে থেকেই আরেকজন ব্যক্তি তাদের রিসিভ করে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় সহায়তাকারী ব্যক্তিকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তবে সীমান্ত এলাকায় অবস্থানরত আরও দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
তদন্ত অব্যাহত
পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ঘটনার পুরো নেটওয়ার্ক চিহ্নিত করতে কাজ করছে। হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই হত্যাচেষ্টা চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও ব্যাপক আলোচনা চলছে।
#হাদি হত্যাচেষ্টা #শরিফ ওসমান #ময়মনসিংহ সংবাদ #সীমান্ত পার হওয়া #বাংলাদেশ নিউজ #রাজনৈতিক ঘটনা


.jpg)
0 মন্তব্যসমূহ