‘একটা দলের নায়েবে আমির কিভাবে বলেন নো হাংকি পাংকি’: এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে একটি নির্বাচন হবে—সেখানে মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক। তবে তা সবসময় আদর্শভিত্তিক হওয়া উচিত। রাজনৈতিক আদর্শের জায়গায় ‘নো হাংকি পাংকি’র মতো ভাষা ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন। শহরের গোডাউন রোডের বশির ভিলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের সমালোচনা করে এ্যানি বলেন, “একজন ইসলামী দলের দায়িত্বশীল নেতা কীভাবে ‘নো হাংকি পাংকি’র মতো কথা বলেন? এটা কি রাজনৈতিক ভাষা হতে পারে? জনগণ এই ভাষা পছন্দ করেনি। একজন নায়েবে আমিরের কাছ থেকে এমন ভাষা শোভা পায় না। এতে সাধারণ মানুষ রাজনৈতিক নেতাদের নিয়ে উপহাস ও অবজ্ঞা করে, যা দুঃখজনক।”
তিনি আরও বলেন, “রাজনীতি অভিজ্ঞতার বিষয়। আমি ভেবেছিলাম তিনি যেহেতু ছাত্র রাজনীতি করেছেন, ডাক্তারও বটে, তাই পরিমিত ও দায়িত্বশীল ভাষায় কথা বলবেন। কিন্তু তাঁর বক্তব্যে সেটি পাওয়া যায়নি।”
এ্যানি বলেন, “আমরা জনগণের কাছাকাছি থাকি, গ্রামের ঘরে ঘরে যাই, মানুষের নাড়ির স্পন্দন বুঝি। বিএনপি হলো সাধারণ মানুষের দল, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। আমরা সহজ-সরল, আপসহীন রাজনীতিতে বিশ্বাসী, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংগ্রাম করেছি এবং করছি। কিন্তু জামায়াতে ইসলামীর সাম্প্রতিক বক্তব্য জনগণ ভালোভাবে নেয়নি।”
নেতাকর্মীদের উদ্দেশে এ্যানি বলেন, “প্রত্যেক ঘরে ঘরে মা-বোনদের কাছে যাবেন, সালাম দেবেন—বেগম খালেদা জিয়ার সালাম, তারেক রহমানের সালাম, ধানের শীষের সালাম পৌঁছে দেবেন। আমরা বিএনপির কর্মী, যারা একসঙ্গে আন্দোলন করেছি, তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, সাবেক সভাপতি আবুল হাশেম, যুবদল সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন এবং কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন প্রমুখ।
#শহীদউদ্দীনচৌধুরীএ্যানি
#বিএনপি
#জামায়াত
#বাংলাদেশরাজনীতি
#নোহাংকিপাংকি
#লক্ষ্মীপুরসংবাদ
#নির্বাচন২০২৫
#বেগমখালেদাজিয়া
#তারেকরহমান
#গণরাজনীতি


.jpg)
0 মন্তব্যসমূহ